হুয়াওয়ে মেট ৪০ কিরিন ১০২০ তে
হুয়াওয়ে মেট ৪০ স্মার্টফোনে কিরিন ১০২০ সিরিজ এর ৫ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে। যা ফোনটির কর্মদক্ষতা কিরিন ৯৯০ এর তুলনায় শতকরা ৫০ শতাংশ বৃদ্ধি করবে, ফাঁস হওয়া এক তথ্যের ভিত্তিতে এমনইটাই জানা গেছে।
ব্যাবসা সফল ডিভাইস মেট ২০ এ হুয়াওয়ে সর্বপ্রথম কিরিন ৯৮০ সিরিজ এর ৭ ন্যানোমিটার এর চিপ ব্যবহার করে। হুয়াওয়ে তাদের পরবর্তী সংস্করন এর ফোনগুলোতে কিরিন ৯৮০ সিরিজ এর ৭ ন্যানোমিটার চিপ এর তুলনায় শতকরা ৫০ ভাগ বেশি কর্মদক্ষতা সম্পন্ন কিরিন ১০২০ সিরিজ এর ৫ ন্যানোমিটার চিপ ব্যাবহার করবে বলে জানা যায়।
৫ ন্যানোমিটার চিপ তৈরির জন্য বিশ্বের বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি, তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)র এবছর অধিক হারে ৫ ন্যানোমিটার চিপ তৈরির পরিকল্পনা রয়েছে।
অ্যাপল এর আইফোন ১২ অথবা হুয়াওয়ে মেট ৪০ এর যেকোনো একটি ডিভাইস এ প্রথম এই ৫ ন্যানোমিটার চিপ সংযুক্ত করা হবে বলে শোনা গেছে।