প্রযুক্তি-বাজারসর্বশেষ টেক নিউজ

মি টিভি ৫: শাওমির ৭৫ ইঞ্চি টিভি

১৩ মার্চ, ২০২০ শুক্রবার চীনের বাজারে আসছে শাওমি ব্র্যান্ডের ৭৫ ইঞ্চি মি টিভি৫ এবং মি টিভি৫ প্রো।

এর আগে ২০১৯ সালের নভেম্বরে মি৫ সিরিজের ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি টিভিগুলোর সাধারণ ও প্রো ভার্সন রিলিজ এর ঘোষনা দেয়। কিন্তু ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি টিভিগুলোর সাধারণ ও প্রো ভার্সন পাওয়া গেলেও ৭৫ ইঞ্চি টিভিটির কোনো ভার্সন বাজারে উন্মুক্ত করা হয়নি।

শাওমি নিশ্চিত করেছে যে, ৭৫ ইঞ্চি মি টিভি৫ এবং মি টিভি৫ প্রো ১৩ মার্চ, শুক্রবার থেকে সর্বসাধারণ এর কেনার জন্য প্রথমবার চীনের বাজারে উন্মোচন করা হবে।
টিভিটিতে এআই প্যাচওয়াল ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।

টিভিটির সংক্ষিপ্ত বিবরণ :

প্রসেসরঃ
এতে ১২ ন্যানোমিটার অ্যাম্লোগিক কর্টেক্স কোয়াড-কোর কর্টেক্স এ৫৫ টি৯৭২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লেঃ

মি টিভি৫ প্রো ৭৫-ইঞ্চি সংস্করণটিতে ৪কে কোয়ান্টাম ডট স্ক্রিন রয়েছে যা ১০৬ শতাংশ এনটিএসসি (ন্যাশনাল টিভি সিস্টেম কমিটি) রঙিন গামুট সমর্থন করে।

ভিডিও প্লেব্যাকঃ
টিভিটি ৮কে ভিডিও প্লেব্যাক করতে সক্ষম।

স্টোরেজঃ
এতে ৪ জিবি র্যাম এবং ৬৫ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

দামঃ
মি টিভি ৫ এর দাম প্রায় ৯৮ হাজার টাকা এবং মি টিভি ৫ প্রো এর দাম প্রায় ১ লাখ ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।