করোনা আতংকে বৃহত্তম গেমিং শো ই৩ বাতিল
মহামারী নভেল করোনাভাইরাস এর কারণে বিশ্বের বৃহত্তম গেমিং শো ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো-ই৩ এর এবারের আসর বাতিল করা হয়েছে।
প্রতিবছর জুনে ক্যালিফোর্নিয়ায় এই শো এর আয়োজন করে এন্টারটেইনমেন্ট সফটওয়ার এসোসিয়েশন-ইএসএ। প্রতিবছর এর মত এবারও ক্যালিফোর্নয়ার লস এঞ্জেলসে ৯-১১জুন গেমিং প্রেমিদের জন্য বৃহত্তম গেমিং শো ই৩ আয়োজন করার কথা থাকলেও শো এর আয়োজক এন্টারটেইনমেন্ট সফটওয়ার এসোসিয়েশন-ইএসএ নভেল করোনাভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ রোগের মহামারীতায় তা বাতিল করে।
এ সম্পর্কে ইএসএ জানায়,
আমাদের অনুরাগী, আমাদের কর্মচারী, আমাদের পরিদর্শনকারী এবং আমাদের দীর্ঘকালীন ই৩ অংশীদারদের প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা সম্পর্কে আমাদের সদস্য সংস্থাগুলির সাথে সাথে পরামর্শের পরে ৯-১১ জুন লস এঞ্জেলস এ নির্ধারিত ই৩ ২০২০ বাতিল করার জন্য আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
ই৩ সম্পর্কিত পরবর্তি আপডেট তাদের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।