শাওমি স্টোর বন্ধ ঘোষনা যুক্তরাজ্যে
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি যুক্তরাজ্যে তাদের একমাত্র মি স্টোর বন্ধ ঘোষনা করেছে। যুক্তরাজ্যে শাওমির এটিই ছিল ১ম ও একমাত্র অফিসিয়াল মি রিটেইল স্টোর।
শাওমি এশিয়ার বাজারে সফলতার পর ইউরোপে তাদের ব্যাবসা প্রসার এর লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে ২০১৮ সালের নভেম্বর মাসে ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে শাওমি তাদের মি স্টোরটি চালু করেছিল। এর আগে ইউরোপে অনলাইনে শাওমি তাদের পণ্য গ্রাহকদের কাছে বিক্রি করত।
৫ মার্চ শাওমি যুক্তরাজ্যের একমাত্র এই মি স্টোরটি বন্ধ করে দেওয়া হয়। তবে স্টোরটি সাময়িকভাবে বন্ধ করা হয় নি বরং একেবারের জন্য বন্ধ করা হয়েছে জানায় শাওমি।
যুক্তরাজ্যের মি স্টোর এর টুইটার একাউন্টিও আর দেখা যাচ্ছে না।
এক বিবৃতিতে শাওমি জানায়,
একবছর আগে যুক্তরাজ্যে আমাদের আনুষ্ঠানিক আগত হওয়ার পরে, আমাদের ব্যবহারকারী, এমআই ফ্যান এবং অংশীদারদের সাথে একটি ভাল সম্পর্ক গড়ে উঠেছে এবং তাদের সমর্থনের জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই।
কি কারণে যুক্তরাজ্যের মি স্টোর বন্ধ করা হল সে বিষয়ে কিছু জানায় নি প্রতিষ্ঠানটি।
যুক্তরাজ্যের শাওমি ব্যবহারকারী ও এমআই ফ্যানরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে শাওমি পণ্য ক্রয় চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে শাওমি।