মিইজু ১৭ ফ্ল্যাগশিপ’র ছবি
আজকে ইন্টারনেট মিইজু’র ২টা ছবি ঘুরে বেড়াচ্ছে যা মিইজু ১৭ এর ফ্ল্যাগশিপ হবার সম্ভাবনা বেশি। প্রকাশিত ছবিতে পাঞ্চ স্ক্রীন এর ডিসপ্লে পাওয়া গেছে যার অবস্থান ডান পাশের উপরের দিকে।
সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হলো এই পাঞ্চ হোল এর সীমানায় ব্যাটারি চার্জ এর শতাংশ নির্দেশক ফিচার রয়েছে। ফিচারটি ব্যাটারি পার্সেন্টেজ বন্ধ করার অপশান ও রাখবে বলে আশা করবো আমরা।
পেছনের লুক বলতে গেলে, গত সপ্তাহের আরেকটি লিক এর সূত্র মতে পেছনে ৩ ক্যামেরার রিং (গোল) ক্যামেরা মডিউল হবার সম্ভাবনা রয়েছে।
যদিও গতকাল, মিইজু অফিশিয়ালি বলেছে তারা মিইজু ১৭ ৫জি এডিশান ফ্ল্যাগশিপ এপ্রিলেই উপহার দিবে। বর্তমানে ক্ষমতাশীল স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর হবার সম্ভাবনাই বেশি, সাথে স্ন্যাপড্রাগন এক্স৫৫ ৫জি চিপ থাকতে পারে।
ওয়াফাই ফিচারে এতে আকর্ষনীয় ওয়াইফাই ৬ থাকবার সুযোগ আছে। উল্লেখ্য ওয়াইফাই ৬ এ এক্স ওয়াইফাই নামে ক্ষ্যাত, ২৫% স্পীডি ।
মিইজু’র ফ্ল্যাগশীপ ২০১৯ এ চায়নাতে মস্ট এওয়েটেড ফোন ছিলো, যা এই ফোনটির মাধ্যমে ঘুছবে।
আপনার কি ধারণা স্মার্টফোনটি নিয়ে? মতামত জানান।