টেক গুজবমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

রেডমি কে ৩০ প্রো ৫ জি আসছে মঙ্গলবার

আগামি ২৪ মার্চ বাজারে আসছে শাওমির সাব ব্র্যান্ড রেডমির স্মার্টফোন রেডমি কে ৩০ প্রো ৫ জি। স্মারটফোনটি চীনের বাজারে ২৪ মার্চ উন্মোচন করা হবে বলে শাওমি জানিয়েছে।

গত বছর শাওমি উন্মোচন করে রেডমি কে ৩০ যা কিনা ১০ লক্ষ পিস বিক্রি হয়েছিলো। তখন থেকেই এই স্মারটফোনের প্রো সংস্করণ এর বিষয়ে গ্রাহকগণ উৎসুক ছিল। আজ চীনের সামাজিক যোগাযোগ এর এক অনলাইন মাধ্যম উইবোতে শাওমি রেডমি কে ৩০ প্রো ৫ জি সংস্করণ রিলিজ এর তারিখ প্রকাশ করে।

ডিভাইসটি তে প্রসেসর হিসেবে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৬৫ ব্যাবহার করা হয়েছে। ডিসপ্লে হিসেবে ১২০ গিগাহার্জ রিফ্রেশ রেটের ওলেড প্যানেল ব্যাবহার করা হতে পারে। ব্যাকাপ হিসেবে ৪৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী ব্যাবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শাওমির উইবো পোস্টটি থেকে রেডমি কে ৩০ এর অন্য একটি সংস্করণ রেডমি কে ৩০ প্রো জুম সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।