হুয়াওয়ে পি ৪০ ও পি ৪০ প্রো আসছে ২৬ শে মার্চ
চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে আগামী ২৬ শে মার্চ বৃহস্পতিবার বাজারে নিয়ে আসছে পি ৪০ ও পি ৪০ প্রো।
ফোন দুটির প্রেস ছবি অনলাইন এ ফাঁস হয়েছে। স্বনামধন্য ব্লগার ইভান ব্লাস সম্প্রতি এক টুইট বার্তায় ডিভাইস দুইটির ছবি প্রকাশ করেন।
ছবিতে দেখা যায় ফোনগুলিতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। তবে পি ৪০ এর ডিসপ্লে এর তুলনায় পি ৪০ প্রো এর ডিসপ্লে বেশি কার্ভ দেখা গেছে।
আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুইটি উন্মোচন করবে হুয়াওয়ে। এই অনুষ্ঠান লাইভ স্ট্রিম করা হবে। গ্রাহকগন লাইভ স্ট্রিম এর মাধ্যমে উন্মোচন অনুষ্ঠান উপভোগ করতে পারবে।