চায়নায় মি স্টোর চালু
মহামারী করোনাভাইরাসের প্রকোপে চীনে বন্ধ হওয়া শাওমির পণ্য উৎপাদন কারখানা সচল হতে শুরু করেছে। খুলতে শুরু করেছে মি স্টোরগুলোও।
করোনাভাইরাস ও শাওমির বর্তমান অবস্থা নিয়ে একটি অনলাইন সম্মেলন হয়। এই অনলাইন সম্মেলন থেকে চীনে তাদের প্রতিষ্ঠান সচল হচ্ছে বলে জানা যায়।
সম্মেলনে গ্রুপ প্রেসিডেন্ট ওয়াং জিয়াং করোনা সঙ্কটাপন্ন সময়ে তাদের কি অবস্থান ছিল এবং এখন কেমন তা নিয়ে আলোচনা করেন।
করোনাভাইরাস যেন বিপুল আকারে ছড়িয়ে না পড়ে সে জন্য উহান প্রদেশের প্রায় ২ হাজার কর্মী ২০ শে জানুয়ারি থেকে ছুটিতে ছিলেন।
ওয়াং জিয়াং জানিয়েছেন, সকল কর্মী এখন ধীরে ধীরে চাকরিতে ফিরছেন। কর্মীদের সবাই করোনাভাইরাস এর সংক্রমণমুক্ত। পুনরায় আবার কোনো কর্মী যেন সংক্রমিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রত্যেককে ২ টি মাস্ক, ১ বোতল ডিজইনফেকশন অ্যালকোহল স্প্রে এবং ১ বোতল অ্যান্টি-ব্যাকটেরিয়াল হ্যান্ড স্যানিটাইজারের বোতল দিচ্ছে।
১৯ শে মার্চ পর্যন্ত শাওমি শতকরা ৮০ ভাগের উপরে কাজ শুরু করেছে। চায়নাতে ১৮০০ এর বেশি অফিসিয়াল রিটেইল স্টোর খুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি চায়নার বাইরে অন্যান্য দেশগুলোতে মেডিকেল সাপ্লাই এর উপর কাজ করছে বলে জানায় ওয়াং জিয়াং।