করোনা তথ্যে হোয়াটসঅ্যাপে ‘হু’
সময়ের ভয়ংকর করোনাভাইরাস এর সর্বশেষ অবস্থা জানার ব্যবস্থা এখন জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারেই।
+41 79 893 18 92 – WHO এর এই নাম্বারটি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে এড করে নিন। এরপর হোয়াটসঅ্যাপ এ নক দিন। অটোমেটেড চ্যাট বট। সর্বশেষ আপডেট, নিজেকে সেইফ রাখার টিপস, বেসিক প্রশ্নের উত্তর, মিথ এবং সত্য তথ্য ইত্যাদি জানতে পারবেন।
নাম্বারটি সত্যই যে WHO এর তা ভেরিফাই করতে নিচের লিংকগুলো দেখতে পারেনঃ
To receive updates on #COVID19 from WHO add this number— +41 79 893 18 92 to your contacts and send a @WhatsApp message. You’ll automatically be registered to receive updates and also have an option to ask for more information as shown below. pic.twitter.com/WXaGd88AGf
— WHO Uganda (@WHOUganda) March 20, 2020
এই সেবা পেতে হোয়াটসঅ্যাপ এর লিঙ্কে ক্লিক করে hi লিখলেই শুরু হবে বট কনভার্সেশন
– https://thenextweb.com/…/world-health-organizations-whatsa…/ – https://www.who.int/…/who-health-alert-brings-covid-19-fact…
(এখানে নাম্বার নেই, তবে সরাসরি হোয়াটস্যাপ মেসেজ ওপেন করার লিংক আছে, সেখান থেকে উক্ত নাম্বারই আসে)
তথ্য সুত্রঃ আরিফুল ইসলাম পলাশ