টেক গুজবমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

মিইজু ১৭ আসছে এপ্রিলে

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মিইজু এর স্মার্টফোন মিইজু ১৭ আগামী মাস এপ্রিলে উন্মোচন করা হতে পারে। সামাজিক যোগাযোগের চীনা অনলাইন প্লাটফর্ম উইবো থেকে এ সম্পর্কে জানা যায়।

সম্প্রতি মিইজু তাদের প্রতিষ্ঠার ১৭ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে চীনা এই প্রতিষ্ঠানটি বাজারে আনতে চলেছে মিইজু ১৭। এরই মধ্যে স্মার্টফোনটি নিয়ে অনেক ফাঁস হওয়া তথ্য ও ছবি পাওয়া গেছে।

গত সপ্তাহে ফাঁস হওয়া এক ছবিতে ফোনটির ডিসপ্লে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিতে দেখা যায় এতে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। সপ্রতি সামাজিক যোগাযোগের চীনা অনলাইন প্লাটফর্ম উইবো তে মিইজু ১৭ এর একটি ছবি দেখা গেছে।

উইবোতে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ফোনটিতে অনুভূমিকভাবে প্রান্তিক চতুষ্কোণ-ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। সেটাপের ডান দিকে এলইডি ফ্ল্যাশ রিং বেষ্টিত সেন্সর রয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কোন বিবরণ প্রকাশ করেনি মিইজু।

মিইজু ১৭ সম্পর্কে পাওয়া বিভিন্ন তথ্য বলছে, এতে ন্যারো বেজেলে ৯০ হার্জ রিফ্রেশ রেটের পাঞ্চ হোল ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

৫ জি ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮৬৫ হবার সম্ভাবনাই বেশি।

মিইজু ১৭ সম্পর্কে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।