ইন্টেল এবং এএমডি প্রসেসর এ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এর পরবর্তী সারফেস ল্যাপটপ ৪ এ ইন্টেল এবং এএমডি দুটিরই সর্বশেষ প্রসেসর ব্যাবহার করা হতে পারে। সম্প্রতি সারফেস ল্যাপটপ ৪ সম্পর্কিত ফাস হওয়া এক তথ্যে এমনটি জানা গেছে।
ইতিমধ্যে জানা গেছে ল্যাপটপটিতে এএমডি রাইজেন ৪০০০ প্রসেসর থাকবে। তবে সম্প্রতি ফাস হওয়া তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে মাইক্রোসফট, ইন্টেল অথবা এএমডি এর মধ্যে যে কোন প্রসেসরই ব্যাবহার করতে পারে। আবার ইন্টেল ও এএমডি প্রসেসর এর দুটি মডেল উন্মোচন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সাধারণত, মাইক্রোসফট সারফেস ল্যাপটপগুলো বিভিন্ন কনফিগারেশনের মডেলে পাওয়া যায় না। তবে একটি সারফেস ল্যাপটপে ইনটেল টাইগার লেক ইউ প্রসেসর ব্যাবহার করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। তাই ধারণা করা হচ্ছে সারফেস ল্যাপটপ ৪ দুটি কনফিগারেশনে বাজারে আসবে।
রোগেম এর টুইট থেকে জানা যায়, ইন্টেল টাইগার লেক-ইউ ২.৭ গিগাহার্জ প্রসেসর নিয়ে মাইক্রোসফট পরীক্ষা করছে। টুইটে দেখা যায়, ৩ডি মার্ক ১১ এর পরীক্ষায় ফিজিক স্কোর হয় ৮৪১২ এবং গ্রাফিক্স স্কোর হয় ৫৫৪০।
এই বছরের অক্টোবরে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪ বাজারে আসার সম্ভাবনা রয়েছে।