প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

করোনায় গুগল’র ৬৭৯৫ কোটি টাকা অনুদান

মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন সংগঠন, সেবা প্রতিষ্ঠান, ছোট বড় সংস্থা ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৮০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে গুগল। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এর এক ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ফেব্রুয়ারিতে চায়নার উহানে করোনাভাইরাস প্রথম ধরা পড়ার পর দ্রতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস প্রতিরোধের বর্তমান একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা।

সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেকে হয়ে পড়েছেন কর্মহীন। ফলে অর্থনীতিতেও চাপ বাড়ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সংস্থা তাদের দেশকে সহায়তা করছে।
এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের সরকার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তায় ৮০০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় সার্চ জায়ান্ট গুগল।
এই সহায়তার বেশির ভাগ অর্থ বিনামূল্যে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য দেওয়া হবে।

২৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বজুড়ে সরকারি সংস্থাগুলোকে বিজ্ঞাপন অনুদান  হিসেবে।

৩৪০ মিলিয়ন ডলার বিজ্ঞাপন ক্রেডিট দেওয়া হবে গত বছর সক্রিয় থাকা ছোট এবং মাঝারি ব্যবসায়ের অ্যাকাউন্টে।

২০ মিলিয়ন ডলার সমমূল্যের গুগল ক্লাউড ক্রেডিট দেওয়া হবে করোনাভাইরাস প্রতিরোধে উপায় সন্ধানকারী একাডেমিক প্রতিষ্ঠান এবং গবেষকদের জন্য।

২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেওয়া হবে বিশ্বের বিভিন্ন এনজিও এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে।

করোনাভাইরাস পরিস্থিতি উত্তরনে এই সহায়তা ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা গুগলের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।