অ্যাপল ওয়াচ ৬ স্লিপ ট্র্যাকিং ব্লাড অক্সিজেন সেন্সরে
অ্যাপলের পরবর্তী নতুন ঘড়ি অ্যাপল ওয়াচ ৬ এ স্লিপ ট্র্যাকিং ও ব্লাড অক্সিজেন সেন্সর ফিচার থাকবে বলে জানা গেছে। অ্যাপল ওয়াচ ৬ ওয়াচওএস ৭ এর সাথে আসবে।
এক প্রতিবেদনে জানা যায়, অ্যাপল ওয়াচ ১ এবং অ্যাপল ওয়াচ ২ অ্যাপলের নতুন কোন সফটওয়্যার আপডেট পাবে না। অ্যাপল ওয়াচ ৩ বা এর পরবর্তী সিরিজগুলোতে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। ব্যাবহারকারীগণ অ্যাপল এর নতুন আপডেট এর সাথে যুক্ত থাকতে চাইলে ওয়াচ ১ ও ২ এর পরিবর্তে নতুন মডেল ব্যাবহার করতে হবে।
আইফিক্সইট থেকে বলা হয়, পুরাতন ওয়াচ সিরিজে সফটওয়্যার আপডেট পেলেও ব্লাড অক্সিজেন মনিটরের জন্য কিছু হার্ডও্যার এর প্রয়োজন হবে।
থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্লিপ ট্র্যাকিং ফিচার পাওয়া যায়। তবে পুরনো সিরিজগুলোর ব্যাটারী প্রয়োজনীয় ব্যাকাপ নাও দিতে পারে। আশা করা যায় অ্যাপল ৬ এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আসবে।
ওয়াচওস ৭ আপডেটে সিরি, কিডস মোড এর মত বৈশিষ্ট্য থাকতে পারে। নতুন ওয়াচ সিরিজে টাচ আইডি সেন্সরও অন্তর্ভুক্ত থাকতে পারে।