হুয়াওয়ের ৫ জি চিপসেট কিরিন ৮২০
মিড বাজেটের ডিভাইস তৈরিতে হাইসিলিকন কিরিন ৮২০ ৫ জি চিপসেট উন্মোচন করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীনে অনুষ্ঠিত অনর ৩০ এস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের নতুন ৫ জি চিপসেটের ঘোষণা দেয়।
কিরিন ৮২০ ৫জি চিপসেটে ৭ ন্যানোমিটার এর প্রসেসর ব্যাবহার করা হয়েছে। এতে রয়েছে ৪ এক্স এআরএম কর্টেক্স-এ৭৬ বিগ কোর এবং ৪ এক্স এআরএম কর্টেক্স-এ৫৫ লিটল কোর। ২.৩৬ গিগাহার্জের একটি এ৭৬ সিঙ্গেল কোর রয়েছে এই চিপসেটে। পুরাতন চিপসেটগুলোর তুলনায় এটি ২৭% বেশি কর্মদক্ষতা সম্পন্ন বলে জানায় হুয়াওয়ে।
মালি-জি ৫৭ হেক্সা-কোর জিপিইউ ব্যবহার করে চিপ সিস্টেম তৈরি করা হয়েছে। কিরিন ৮২০ চিপসেটের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি কিরিন ৮১০ এ ব্যাবহৃত এআই এর তুলনায় ৭৩% ভাল কাজ করতে পারে।
স্পষ্ট ছবির জন্য কমানোর জন্য কিরিন ৮২০ এ আইএসপি ৫ ও বিএম৩ডি এসএলআর ব্যাবহার করা হয়েছে।
ভিডিওতে যেন অযাচিত শব্দ না আসে সে জন্য এক ধরনের প্রযুক্তি রয়েছে এই নতুন চিপসেটে।
নতুন চিপটিতে ৬০ এফপিএস এ ৪ কে ভিডিও করার প্রযুক্তি রয়েছে।