এলসিডি প্যানেল তৈরী বন্ধ করলো স্যামসাং
এবছর থেকে ডিসপ্লের জন্য ব্যবহৃত স্যামসাংয়ের এলসিডি প্যানেল তৈরী বন্ধ হচ্ছে। স্যামসাং তাদের চায়না ও সাউথ কোরিয়ার কারখানাগুলোতে এলসিডি প্যানেল উৎপাদন বন্ধ করে দিবে। এলসিডি প্যানেল এর পরিবর্তে স্যামসাং কোয়ান্টাম ডট প্রযুক্তির ওএলইডি প্যানেল উৎপাদনের দিকে মনোযোগী হচ্ছে।
সাউথ কোরিয়াতে দুইটি ও চায়নাতে দুইটি স্যামসাং এর এলসিডি প্যানেল উৎপাদন কারখানা রয়েছে। এসব কারখানাতে তৈরি বেশিরভাগ এলসিডি প্যানেল স্যামসাং এর টিভিগুলোতেই ব্যাবহার করা হয়।
প্রযুক্তি বিশ্বে ক্রমেই এলসিডি ডিসপ্লের চাহিদা কমছে। এলসিডির তুলনায় কোয়ান্টাম ডট প্রযুক্তির ওএলইডি ডিসপ্লে উজ্জ্বল ও স্পষ্ট রঙ প্রদর্শ্ন করতে পারে। ফলে স্যামসাং তাদের কারখানাগুলোতে ওএলইডি প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে অক্টোবরে প্রতিষ্ঠানটি তাদের দুটি কারখানায় এলসিডি প্যানেল উত্পাদন বন্ধ রেখেছে। এই বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাকি দুইটি কারখানাতে ওএলইডি প্যানেল উৎপাদন শুরু করবে।
আপাতত ওএলইডি প্যানেল উৎপাদন কোরিয়া ভিত্তিক সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে চায়নাতেও সম্পূর্ণরুপে সব কারখানাতে ওএলইডি প্যানেল উৎপাদন শুরু হয়ে যাবে।