সর্বশেষ টেক নিউজ

অ্যাপ গ্যালারিতে গুগলের অ্যাপ রাখতে চায় হুয়াওয়ে

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নিজস্ব অ্যাপ গ্যালারিতে গুগলের অ্যাপ আপলোডের সুবিধা প্রদান করবে। হুয়াওয়ের তাদের গ্রাহকদের অ্যাপ ভিত্তিক যেকোন সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে। কোন গ্রাহক যেন প্রয়োজনীয় অ্যাপ এর অভাবে না পড়েন তাই গুগলের অ্যাপগুলোও তারা তাদের অ্যাপ গ্যালারীতে রাখতে চায়।

গুগল এর সাথে হুয়াওয়ের চুক্তি বাতিলের পর হুয়াওয়ে তাদের গ্রাহকদের জন্য একটি অ্যাপ গ্যালারী তৈরি করে। এই অ্যাপ গ্যালারীটি এখনও উন্নতির পথে রয়েছে। এরই মধ্যে হুয়াওয়ে জানিয়েছে বিভিন্ন দেশের অ্যাপ তৈরিকারক তাদের অ্যাপ গ্যালারীতে আপলোডের সুযোগ পাবে। এরই অংশ হিসেবে হুয়াওয়ে গুগলের অ্যাপগুলোও রাখতে চায়।

হুয়াওয়ে বোর্ডের উপ-চেয়ারম্যান এরিক জু বলেন,

“আমাদের অ্যাপ গ্যালারীর মাধ্যমে গ্রাহকগন গুগলের সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপল স্টোরের জন্য যেমন গুগল অ্যাপ এর সংস্করন থাকে, তেমনি আমাদের অ্যাপ গ্যালারীর জন্যও একটি সংস্করন থাকতে পারে”।

হুয়াওয়ের উপর আইনী বিধিনিষেধ ক্রমাগতভাবে জোরদার হচ্ছে। ফলে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। তাছাড়া হুয়াওয়ে তাদের ডিভাইসগুলোতে, গুগল প্লে স্টোর ব্যাবহার করতে পারছে না। এমতাবস্থায় গুগল তাদের নিজস্ব অ্যাপগুলো হয়াওয়ের অ্যাপ গ্যালারীতে আপলোড করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রযুক্তি বিশ্লেষকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।