ওয়্যারেবলসর্বশেষ টেক নিউজ

রেডমি স্মার্টব্যান্ড মি ফ্যান ফেস্টিভালে

শাওমির সাব ব্রান্ড রেডমি বাজারে নিয়ে আসতে চলেছে রেডমি স্মার্টব্যান্ড। এটি রেডমির প্রথম ওয়্যারেবল পণ্য। ব্যান্ডটি শাওমির মি ফ্যান ফেস্টিভাল এ উন্মোচন করার হবে।

শাওমি প্রতিবছর এপ্রিলে তাদের গ্রাহকদের জন্য মি ফ্যান ফেস্টিভাল এর আয়োজন ক্করে থাকে। এবছর আজ ৩ এপ্রিল থেকে ফেস্টিভালটি শুরু হচ্ছে। এই ফেস্টিভাল এ শাওমি তাদের নতুন বিভিন্ন পণ্য উন্মোচন করে থাকে। এবারের ফেস্টিভাল এ শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের প্রথম ওয়্যারেবল পণ্য হিসেবে স্মার্ট ব্যান্ড উন্মোচন করবে।

এতে একটি আয়তাকার রঙিন ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সাথে সিলিকনের স্ট্র্যাপ থাকছে। ব্যান্ডটি কালো, নীল, লাল এবং সবুজ এই চারটি রঙে পাওয়া যাবে।

শাওমির অন্যান্য ব্যান্ড এর মতই রেডমি স্মার্ট ব্যান্ড এ হার্ট-রেট ট্র্যাকিং, এনএফসি, অ্যালার্ম এবং আবহাওয়ার তথ্য সংক্রান্ত ফিচার পাওয়া যাবে বলে জানা গেছে।

রেডমি স্মার্ট ব্যান্ড ছাড়াও আরও ২২ টি পণ্য মি ফ্যান ফেস্টিভাল এ উন্মোচন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।