মেকানিক্যাল কিবোর্ড নিয়ে অনার চেরি
হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার একটি নতুন মেকানিক্যাল কিবোর্ড উন্মোচন করেছে। গত ২ এপ্রিল চীনের অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে একটি পোস্ট এর মাধ্যমে এ তথ্যটি প্রকাশ করা হয়। জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান চেরি কর্পোরেশন এর সাথে যৌথ উদ্দ্যোগে কিবোর্ডটি তৈরি করা হয়েছে।
কিবোর্ডটিতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স-এআই প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। এছাড়া জিপিও টার্বো সহ থাকছে আরও অনেক ফিচার। কিবোর্ডের বাটন হিসেবে ব্যাবহৃত হয়েছে চেরি কর্পোরেশনের চেরি কি।
কিবোর্ডটিকে চেরির এমএক্স বোর্ড ৮.০ এর একটি কাস্টমাইজড সংস্করণ বলা হচ্ছে। দুটি ভিন্ন রঙে কিবোর্ডটি পাওয়া যাবে।
একটিতে বাটনগুলো কালো, নীল, বেগুনী ও সাদা রঙ করা হয়েছে। অন্যটিতে বাটনগুলোতে বেগুনী ও নীল রঙের গ্রেডিয়েন্ট করা হয়েছে। দুটি রঙের কিবোর্ডেই বাটনের নিচে আরজিবি মোডের ব্যাকলাইট রয়েছে।
চায়নার বাজারে বাংলাদেশী টাকায় কিবোর্ডটির দাম প্রায় ৩১,৮২৫.৭৫ টাকা।