১৪৪ মেগাপিক্সেল ক্যামেরায় শাওমির স্মার্টফোন
জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের পরবর্তী ফোনে ১৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করতে পারে। সম্প্রতি ফাঁসকৃত এক তথ্যে জানা যায়, স্মার্টফোন এর ক্যামেরার পিক্সেল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করছে শাওমি।
শাওমি যখনই নতুন কোনো ফোন উন্মোচন করে তখনই ব্যাবহারকারীর জন্য নতুন কোন চমক থাকে সেই ফোনে। স্মার্টফোনে সবসময়ই নতুনত্ব আনার চেষ্টা করে চলেছে শাওমি।
২০১৯ সালে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সর্বপ্রথম শাওমির রেডমি নোট ৭ প্রো স্মার্টফোনেই ব্যাবহার করা হয়। এরপর রেডমি ৮ প্রো তে ৬৪ মেগাপিক্সেল এবং মি সিসি ৯ প্রো তে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করে শাওমি।
শাওমি এখন তাদের স্মার্টফোনে ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে কাজ করছে। প্রযুক্তি বিষয়ক তথ্য প্রকাশকারী সুধাংশু তার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শাওমি মি সিসি ১০ অথবা ১০ এস এ ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাবহার করতে পারে।
তবে শাওমি এই ক্যামেরা সেন্সর কোন প্রতিষ্ঠান এর কাছ থেকে নিবে সেটা এখনও জানা যায় নি। কয়েকটি মাধ্যমে জানা গেছে স্যামসাং ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে। তাই স্যামসাং, শাওমিকে এই ক্যামেরা সেন্সর সরবরাহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।