ওয়্যারেবলসর্বশেষ টেক নিউজ

বাজেট স্টাইলিশ রেডমি স্মার্টব্যান্ড উন্মোচিত

শাওমির ১০ বছর পূর্তিতে আয়োজিত মি ফ্যান ফেস্টিভাল এ উন্মোচিত হল রেডমি স্মার্টব্যান্ড। এর সাথে ৬০ ইঞ্চি শাওমি মি টিভি ৪এ এবং ৭৫ ইঞ্চি টিভি প্রোও উন্মোচন করে শাওমি। ব্যান্ডটি শাওমির সাব ব্র্যান্ড রেডমির প্রথম ওয়্যারেবল পণ্য।

এতে ১.৮ ইঞ্চির একটি আয়তাকার রঙিন ডিসপ্লে রয়েছে। ৭২ টি ডায়াল উপশন পাওয়া যাবে ব্যান্ডটিতে। ব্যান্ডটি কালো, নীল, লাল এবং সবুজ ৪টি রঙে উন্মোচন করেছে শাওমি।

রেডমি স্মার্ট ব্যান্ড থেকে প্রায় ১৪ দিন পর্যন্ত ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে। শাওমির মি ব্যান্ড এর মত প্রধান অংশটি আলাদা করে খুলে চার্জ দিতে হবে না এই ব্যান্ডটিতে। চার্জ দেওয়ার জন্য পুরো ব্যান্ডটি সরাসরি ইউএসবি-এ পোর্ট এর সাহায্যে প্লাগে লাগালেই চলবে।

রেডমি স্মার্টব্যান্ড ফিচার:

  • হার্ট-রেট ট্র্যাকিং,
  • স্লিপ মনিটরিং
  • অ্যালার্ম ফিচার।

তবে ব্যান্ডটিতে এনএফসি থাকছে না।

রেডমি স্মার্ট ব্যান্ডের দাম প্রায় ১২০০ টাকা ধরা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।