প্রতিবেদনমোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

মার্চের সেরা ১০ স্মার্টফোন আনটুটুর

আনটুটু তাদের বেঞ্চমার্ক অনুসারে মার্চ মাসের সেরা ১০ টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এর তালিকা প্রকাশ করেছে। ফেব্রুয়ারিতে সেরা অবস্থানে থাকা শাওমি মি প্রো ৫জি কে পেছনে ফেলে অপো ফাইন্ড এক্স ২ প্রো তালিকার সর্ব উপরে চলে এসেছে।

আনটুটু এর প্রকাশিত তালিকার

  1. ১ নম্বরে অপো ফাইন্ড এক্স ২ প্রো। এর বেঞ্চমার্ক ৬০৬৩৮৯।
  2. ২য় অবস্থানে থাকা মি ১০ প্রো এর বেঞ্চমার্ক স্কোর ৫৯৮৫৭২।
  3. ৫৯০২৫৩ বেঞ্চমার্ক স্কোরে ৩য় অবস্থানে অপো ফাইন্ড এক্স ২
  4. ৪র্থ অবস্থানে রেডমি কে ৩০ প্রো যার স্কোর ৫৮৯৬০৭।
  5. ৫ম স্থানে রয়েছে ভিভো এর আইকিউও। এর স্কোর ৫৮৮৩০৫।
  6. ৬ষ্ঠ অবস্থানে ব্ল্যাক শার্ক ৩ প্রো। এটির স্কোর ৫৮৮১২৫।
  7. ৭ম অবস্থানে রিয়েলমি এক্স ৫০ প্রো। এর স্কোর ৫৮৮০৫৫।
  8. ৮ম অবস্থানে ভিভো নেক্স ৩ এস ৫জি। স্কোর ৫৮৬৫৭৭।
  9. ৯ম অবস্থানে রয়েছে শাওমির মি ১০। স্কোর ৫৭৯৫৫০।
  10. ১০ম স্থানে রয়েছে ব্ল্যাক শার্ক ৩। স্কোর ৫৭০৭২৩।

উল্লেখিত সবকয়টি ডিভাইসে ৫ জি স্ন্যাপড্রাগন ৮৬৫ ও এলপিডিডিআর ৫ র‌্যাম ব্যাবহৃত হয়েছে। এসব ডিভাইসে ইউএফএস ৩.০ স্টোরেজ রয়েছে।

তবে আইকিউও এবং ভিভো নেক্স ৩ এস ফোন দুটি এই কনফিগারেশনের বাইরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।