মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

হুয়াওয়ে নোভা ৭ সিরিজ কিরিন ৯৯০ চিপসেটে

আগামী ২৩ এপ্রিল, নোভা ৭ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এক প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী, চীনা অনলাইন যোগাযোগ মাধ্যম উইবোতে এই তথ্য প্রকাশ করেছেন।

ইতিমধ্যে সিরিজটি টিনা এর বিভিন্ন পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। একই সাথে ৩ সি সার্টিফিকেট অর্জন করেছে নোভা ৭ সিরিজ। এখন অপেক্ষা শুধু উন্মোচনের।

নোভা ৭ সিরিজ এ থাকছে ৩ টি স্মার্টফোন। এগুলো হলো নোভা ৭, নোভা ৭ প্রো এবং নোভা ৭ এসই।

নোভা ৭ সিরিজের চিপসেট নিয়ে নানা ধরনের গুজব শোনা গেছে। তবে ধারণা করা হচ্ছে এই সিরিজের তিনটি ভিন্ন মডেলর স্মার্টফোনে কিরিন ৯৮৫ ও কিরিন ৯৯০ এই দুই ধরনের চিপ ব্যাবহার করা হবে। আবার তিনটি ফোনে আলাদা আলাদা তিনটি চিপ ব্যাবহারের কথাও শোন যাচ্ছে। এগুলো হলো কিরিন ৮২০, কিরিন ৯৮৫ ও কিরিন ৯৯০।

নোভা ৭ এ সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট এর সাথে এলসিডি পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে। স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট এর সাথে ওএলইডি হাইপারব্লয়েড ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে নোভা ৭ প্রোতে।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, নোভা ৭ ও নোভা ৭ প্রোতে ৪০ ওয়াট এর দ্রুত চার্জিং প্রযুক্তি থাকবে।

২৮ এপ্রিল থেকে অফিসিয়ালি পাওয়া যাবে নোভা ৭ সিরিজ। ৩৬০০০ টাকায় নোভা ৭ এসই, ৩৬০০০ টাকায় নোভা ৭ এবং ৪৮০০০ টাকায় নোভা ৭ প্রো চীনের বাজারে পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।