প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইনের বিলম্ব ফি মওকুফ

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। রবিবার ৫ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বিটিসিএল  এই সিদ্ধান্ত নিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ বাংলাদেশের জাতীয় ডোমেইন। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই সময়মত ডোমেইন নবায়ন করতে পারছে না। পরবর্তীতে ডোমেইন নবায়ন করতে হলে বিলম্ব ফি দিয়ে করতে হবে। কিন্তু ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১ মার্চ থেকে ১ জুন পর্যন্ত বিলম্ব ফি মওকুফ করেছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ থেকে আগামী ১ জুন, ২০২০ পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ নবায়ন করতে পারবে গ্রাহকগন।  এছাড়া, ইতোমধ্যে যে সব গ্রাহক ১ মার্চের পর বিলম্ব মাশুলসহ ডোমেইন নবায়ন করেছেন ফেরত দেওয়া হবে তাদের বিলম্ব মাশুল।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন নবায়ন ও নিবন্ধন bdia.btcl.com.bd ওয়েবসাইটে করা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।