সর্বশেষ টেক নিউজ

১ম স্মার্ট স্পিকার অপো’র

অপো তাদের ১ম স্মার্ট স্পিকার বাজারে নিয়ে আসতে চলেছে। অপো এর মিউজিক বিভাগের এক কর্মকর্তা অপো এর একটি  নতুন পোষ্টার প্রকাশ করে। যা থেকে ধারনা করা হচ্ছে অপো একটি স্মার্ট স্পিকার উন্মোচন করতে যাচ্ছে।

অপো শুধুমাত্র স্মার্টফোন নিয়ে কাজ করলেও মার্চে তাদের প্রথম স্মার্ট ওয়াচ বাজারে আসে। তাই ধারনা করা যাচ্ছে অপো তাদের প্রযুক্তি পণ্য শুধুমাত্র স্মার্টফোনে সীমাবদ্ধ রাখতে চায় না।

এক্ষেত্রে শাওমি, হুয়াওয়ে সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো অপো এর তুলনায় এগিয়ে আছে। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্মার্ট ওয়াচ, স্পিকার, হেডফোন উন্মোচন করেছে। দেরিতে হলেও অপোও তাদের অন্যান্য প্রযুক্তি পণ্য তৈর শুরু করেছে।

অপো এর স্মার্ট স্পিকারে ব্রেনো ভয়েস এসিস্ট্যান্ট ব্যাবহার করা হতে পারে। অর্থাৎ হেই ব্রেনো কমান্ড এর মাধ্যমের অপো এর স্মার্ট স্পিকারটি কাজ শুরু করবে বলে ধারনা করা যাচ্ছে।

এই স্পিকারটি নিয়ে অপো এখনও অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করেনি, তবে পোস্টারটি থেকে বলা যায়, ৭ এপ্রিল অপো এর নতুন পন্যটি বাজারে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।