৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এ অপো এস ২
আগামী ১৩ এপ্রিল উন্মোচন করা হচ্ছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন অপো এস ২। অপো এর সহ সভাপতি শেন ইরেন এমন তথ্য দিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই অপো এস সিরিজের কথা শোনা যাচ্ছে। অপো এস সিরিজের নতুন ডিভাইস হিসেবে অপো এস ২ আসছে, জানিয়েছে অপো।
যারা ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন তাদের জন্য এস সিরিজ বাজারে নিয়ে আসে অপো। এছাড়া এস সিরিজ অফিসিয়ালি অপো এর পণ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এস সিরিজের মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক প্রযুক্তি উপহার দেয় অপো। এরই ধারাবাহিকতায় এস সিরিজের নতুন ডিভাইস এস ২ বাজারে আসছে বলে জানান, শেন ইরেন।
ডিসপ্লেঃ
এতে ৬.৫ ইঞ্চির একটি পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এর রেজুলেশন ২৪০০×১০৮০।
ক্যামেরাঃ
ডিভাইসটির পিছনের ক্যামেরা হিসেবে গোলাকৃতির কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এর আরও দুইটি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।
প্রসেসরঃ
এই ফোনটিতে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে।
স্টোরেজ ও র্যামঃ
এর সাথে রয়েছে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ও ১২ জিবি র্যাম।
ব্যাটারিঃ
ব্যাটারি ব্যাকাপ হিসেবে ৬৫ ওয়াট সুপার ভিওসি প্রযুক্তি সম্পন্ন ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী রয়েছে। ডিভাইসটিতে ওয়্যারলেস চার্জিং এর ব্যাবস্থা রয়েছে। রিভার্স চার্জিং এর ফিচারটিও রাখা হয়েছে এটিতে।
অপো এস ২ এর মূল্য সম্পর্কিত কোন তথ্য এখনও জানায়নি অপো।