মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

রেডমি নোট ৯ প্রো রিভিউ

শাওমি এর সাব ব্র্যান্ড রেডমি এর সর্বশেষ উন্মোচনকৃত সংস্করন হলো রেডমি নোট ৯ সিরিজ। গত ১২ মার্চ ভারতের বাজারে উন্মোচন করা হয়েছে এই সিরিজটি। এই সিরিজের মধ্যে রয়েছে রেডমি নোট ৯ প্রো এবং রেডমি ৯ প্রো ম্যাক্স।

চলুন জেনে নেওয়া যাক রেডমি নোট ৯ প্রো এর বিবরন

চিপসেটঃ

চিপসেট এ একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি এর অক্টা কোর প্রসেসর রয়েছে। এর ক্লক স্পিড ২.৩ গিগাহার্জ এবং অ্যাড্রেনো ৬১৮ জিপিউ। গিগবেঞ্চে এর সিঙ্গেল কোর এর স্কোর ৫৬৯ এবং মাল্টি কোর স্কোর ১৭৫৫।

এতে ন্যাভিক নামে একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যা কিনা শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা এটি ভারতের নিজস্ব ন্যাভিগেশন ফিচার। যা ভারতীয় আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এর সাথে কাজ করে।

ডিসপ্লেঃ

৬.৬৭ ইঞ্চি (২৪০০ × ১০৮০ পিক্সেল) ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ফুল এইচডি প্লাস এলসিডি পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে।

ডিসপ্লেটিতে ৮৪ শতাংশ এনটিএসসি রঙের গামুট সহ এর কন্ট্রাস্ট অনুপাত ১৫০০:১। এর অ্যাসপেক্ট রেসিয়ো ২০:৯।

র‍্যাম ও স্টোরেজঃ

ডিভাইসটিতে রয়েছে ৪ জিবি র‍্যামে ৬৪ জিবি অথবা ৬ জিবি র‍্যামে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ক্যামেরাঃ

ডিভাইসটির প্রধান ক্যামেরাটি এফ / ১.৭৯ অ্যাপারচারযুক্ত ৪৮ মেগাপিক্সেল এর। এছাড়া এফ / ২.২ অ্যাপারচারযুক্ত একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে এটিতে।

এর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ২ সেমি ফোকাস দূরত্বে থেকেও ডিটেইলস যুক্ত ছবি তোলা সম্ভব। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় স্যামসাং আইসোসেল জিএম 2 সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল এর।

৩০ এফপিএস এ ৪ কে অথবা ৬০ এফপিএস এ ১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও করা যাবে।

ব্যাটারিঃ

ব্যাটারি ব্যাকাপ হিসেবে ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী রয়েছে। বক্সে ১৮ ওয়াট এর একটি চার্জার পাওয়া যাবে।

এছাড়া স্মার্টফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ ৫ সহ অন্যান্য স্ট্যান্ডার্ড সেন্সরগুলো রয়েছে।

দাম:

রেডমি নোট ৯ প্রো বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এখনও আসেনি।

তবে ১৯০০০ টাকায় ৪ জিবি ৬৪ জিবি এবং ২২০০০ টাকায় ৬ জিবি ১২৮ জিবি আনঅফিসিয়ালি পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।