করোনায় টিকটক’র অনুদান ৩৭.৫ কোটি ডলার
অনলাইন ভিডিও প্রকাশ মাধ্যম টিকটক করোনাভাইরাস মোকাবেলায় ৩৭.৫ কোটি ডলার অনুদান ঘোষণা করেছে। প্রাথমিকভাবে অনুদানটি স্বাস্থ্যকর্মী, শিক্ষাবিদ ও স্থানীয় সম্প্রদায়ের জন্য এবং বাকি অংশ বিজ্ঞাপনের জন্য ব্যয় করা হবে।
তিনটি ভাগে টিকটক এর অনুদানটি দেওয়া হবে।
১ম টি হেলথ হিরো রিলিফ ফান্ড। এর আওতায় করোনাভাইরাস মোকাবেলায় সামনে থেকে কাজ করা স্বাস্থ্যকর্মীদের ১৫ কোটি ডলার অনুদান দেওয়া হবে।
২য় টি কমিউনিটি রিলিফ ফান্ড। এর আওতায় দুর্বল জনগোষ্ঠীকে পরিষেবাদানকারী স্থানীয় সংস্থাগুলোকে ৪ কোটি ডলার অনুদান দেওয়া হবে।
৩য় টি ক্রিয়েটিভ লার্নিং ফান্ড। এর আওতায় প্রশিক্ষক, পেশাদার বিশেষজ্ঞ এবং দূরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী অলাভজনক সংস্থাকে ৫ কোটি ডলার অনুদান দেওয়া হবে।
এছাড়া টিকটক আগামী কয়েক মাসে জুড়ে ক্ষুদ্র ও মধ্যম ব্যবসায়ের জন্য ১০ কোটি সমমূল্যের বিজ্ঞাপন ক্রেডিট সরবরাহ করবে।
টিকটক এর প্রধান অ্যালেক্স ঝু বলেন,
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় টিকটক সম্প্রদায় একে অপরকে উন্নত করছে, একে অপরের যত্ন নিচ্ছে এবং একে অপরের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছে। এখন পরিস্থিতি ভয়ংকর হতে পারে তবে টিকটকে এখনও আনন্দ উপভোগ করা যেতে পারে এবং গভীরভাবে একে অন্যকে অনুপ্রেরণা জাগাতে পারে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় গুগল ৬৭৯৫ কোটি টাকা অনুদানের ঘোষণা দেয়।