ইউনিসক এর চিপে লেনেভো এ ৭
চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনেভো এর এ ৭ স্মার্টফোন এ ইউনিসক এর চিপ ব্যবহার করা হবে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইউনিসক এর টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়।
স্মার্টফোনটিতে এইট কর্টেক্স-এ ৫৫ কোর যুক্ত ইউনিসক এসসি ৯৮৬৩ এর অক্টা কোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি বিগ লিটল ক্লাস্টার পদ্ধতিতে কাজ করে। বিগ ক্লাস্টারটির ক্ষমতা ১.৬ গিগাহার্জ এবং লিটল ক্লাস্টারটির ক্ষমতা ১.২ গিগাহার্জ পর্যন্ত হতে পারে।
এটিতে ৬.০৯ ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে।
ফোনটির পেছনে ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। এর একটি ১২ মেগাপিক্সেল এর এবং অন্যটি ২ মেগাপিক্সেল এর। এর ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন ৫ মেগাপিক্সেল।
লেনেভো এ ৭ স্মার্টফোন এ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার এর রিমোভেবল ব্যাটারী ব্যবহার করা হয়েছে।