করোনায় ওয়ালটন’র ফেস শিল্ড ও নিরাপদ চশমা
করোনাভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রির অংশ হিসেবে মুখোশ বা ফেস শিল্ড ও নিরাপদ চশমা তৈরি করছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। দেশীয় এই প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে প্রাতিষ্ঠানটি জানায়, প্রথম দিকে করোনাভাইরাস মোকাবেলায় ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্য সেবার সাথে জড়িতদের এই সুরক্ষা সামগ্রী বিনা মূল্যে দেওয়া হবে।
গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরকে বিনামূল্যে ১ হাজার ফেস শিল্ড এবং নিরাপদ চশমা হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে প্রতিদিন ১.৫ হাজার ফেস শিল্ড এবং ১ হাজার নিরাপদ চশমা তৈরি করা হচ্ছে বলে জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ভেন্টিলেটরও তৈরি করতে যাচ্ছে ওয়ালটন। এ লক্ষ্যে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এর সার্বিক দিকনির্দেশনায় বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সাথে কাজ করছে ওয়ালটন।