মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

উন্মোচিত হল অনার ৩০ সিরিজ

হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার বাজারে নিয়ে এলো অনার ৩০ সিরিজ। অনার ৩০, অনার ৩০ প্রো, অনার ৩০ প্রো প্লাস এই ৩ টি ডিভাইস ৩০ সিরিজের অন্তর্ভুক্ত।

এগুলোর বিবরন জেনে নেওয়া যাক।

চিপসেটঃ

চিপসেট এ অনার ৩০ এ মালি জি ৭৭ যুক্ত কিরিন ৯৮৫ ৫ জি এবং অনার ৩০ প্রো এ ৯৯০ ৫ জি প্রসেসর রয়েছে।

ডিসপ্লেঃ

অনার ৩০ এ ৬.৫৩ ইঞ্চির এবং অনার ৩০ প্রো এ ৬.৫৭ ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে। অনার ৩০ সিরিজের সব ডিভাইসে ফুল হাই ডেফিনেশন প্লাস ওএলইডি প্যানেল ব্যবহার করা হয়েছে।

র্যাম ও স্টোরেজঃ

ইন্টারনাল স্টোরেজ হিসেবে আছে ১২৮ জিবি ও ২৫৬ জিবির দুইটি সংস্করন। অনার ৩০ এ রয়েছে ৬ জিবি ও ৮ জিবি র‍্যাম। অনার ৩০ প্রো এ রয়েছে ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এর সংস্করন।

ক্যামেরাঃ

অনার ৩০ এ ৩ টি রিয়ার ক্যামেরা রয়েছে। ৩ টি ক্যামেরা এর মধ্যে ৪০ মেগাপিক্সেল এর প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এর ১ টি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল এর ১ টি পেরিস্কোপ ক্যামেরা রয়েছে এটিতে।

সামনের ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেল এর।

অনার ৩০ প্রো তেও একই রকম ৩ টি রিয়ার ক্যামেরা রয়েছে। তবে এর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল এর।

এর সামনে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ২ টি ক্যামেরা রয়েছে।

ব্যাটারিঃ

ব্যাটারি ব্যাকাপ হিসেবে অনার ৩০ সিরিজের সব ডিভাইসে ৪০ ওয়াট এর দ্রুত চার্জিং সহ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী রয়েছে।

অপারেটিং সিস্টেমঃ

অনার ৩০ সিরিজের সব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম রয়েছে।

দাম:

৬ জিবি ১২৮ জিবি অনার ৩০ এর মূল্য প্রায় ৩৬,২০০ টাকা।

৮ জিবি ১২৮ জিবি অনার ৩০ এর মূল্য প্রায় ৩৯,০০০ টাকা।

৮ জিবি ২৫৬ জিবি অনার ৩০ এর মূল্য প্রায় ৪২,০০০ টাকা।

৮ জিবি ১২৮ জিবি অনার ৩০ প্রো এর মূল্য প্রায় ৪৮,০০০ টাকা।

৮ জিবি ২৫৬ জিবি অনার ৩০ প্রো এর মূল্য প্রায় ৫৩,০০০ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।