রেডমি এয়ার ডট এস স্পেক ও দাম
শাওমির সাব ব্র্যান্ড রেডমি সম্প্রতি একটি অডিও পণ্য উন্মোচন করেছে। এটি হল রেডমি এয়ার ডট এস।
সাশ্রয়ী মূল্যের ওয়্যারলেস ইয়ারবাড গুলোর এর মধ্যে একটি হল এই এয়ার ডট এস। নতুন এই মডেলটি দেখতে পূর্বের এয়ার ডট এর মতই। ভিজুয়ালি তেমন কোন পরিবর্তন আনা হয় নি এটিতে। এখানে মনো সাউন্ড আউটপুট সমর্থন।
নতুন মডেলের বেশিরভাগ বৈশিষ্ট্যই পুর্বের মডেল এর মত রয়েছে। এটিতে ৭..২ মিমি ড্রাইভার, কলের জন্য ডিএসপি নয়েস ক্যান্সেলেশন এবং টাচের মাধ্যমে মিউজিক ও ভয়েস নিয়ন্ত্রনের ব্যবস্থা রয়েছে।
এটিতে মনো সাউন্ড আউটপুট মোড রয়েছে যার মাধ্যমে দুটি ইয়ারবাডকে আলাদাভাবে রিসিভার হিসেবে ব্যবহার করা যাবে।
এক দাগ চার্জে ৪ ঘন্টা ব্যাটারী ব্যাকাপ পাওয়া যাবে এটি থেকে। অর্থাৎ সম্পূর্ণ চার্জে এটি ১২ ঘন্টা পর্যন্ত চলতে পারে।
এয়ার ডট এস এর আইপিএক্স ৪ সার্টিফিকেশন রয়েছে। যার অর্থ এটি পানির স্প্ল্যাশ প্রতিরোধী। এছাড়া এটি ব্লুটুথ ৫ সমর্থন করে।
চায়নার বাজারে রেডমি এয়ার ডট এস এর দাম ১২০০ টাকা।