গুগল’র প্রসেসর হোয়াইটচ্যাপেল
আগামী পিক্সেল স্মার্টফোনগুলোতে গুগল তাদের নিজস্ব প্রসেসর ব্যবহার করবে বলে জানা গেছে। ক্রমান্বয়ে পিক্সেল ফোন ছাড়াও ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ক্রোমবুকে ও অন্যান্য প্রযুক্তি পণ্যে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে গুগল।
সিলিকনের এই প্রসেসরটির নাম হোয়াইটচ্যাপেল। গুগলের এই প্রসেসর স্যামসাং এর ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হবে।
গুগল এর প্রসেসরটি আটটি কোর এর সমন্বয়ে তৈরি হবে। এতে সার্চ ইঞ্জিনের অনুকূলে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহৃত হবে। গুগল অ্যাসিস্ট্যান্ট সর্বদা চালু থাকবে এই প্রসেসর ব্যবহারে।
এর আগে এআই ক্যালকুলেশন এবং ছবি প্রসেসিং এর গতি বাড়াতে নিজস্ব প্রসেসর ব্যবহার করেছে গুগল।
পিক্সেল ৬ এ প্রথম গুগলের প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে এবং শীঘ্রই ক্রোমবুক এর জন্যও একটি সংস্করন আসবে।