মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

অ্যাপল’র আইফোন এসই ২০২০

অ্যাপল বাজারে নিয়ে এলো আইফোন এসই ২০২০ সংস্করন। আইফোন এসই এর ২য় সংস্করন এটি। এক বিজ্ঞপ্তিতে অ্যাপল এটির তথ্য প্রকাশ করে।

চলুন আইফোন এসই ২০২০ এর বিবরন জেনে নেওয়া যাক।

চিপসেটঃ

চিপসেট এ অ্যাপল এর ডিজাইন করা এ ১৩ বায়োনিক প্রসেসর রয়েছে। এটি স্মার্টফোনের দ্রুততম চিপ। যার মাধ্যমে এই নতুন আইফোন এসই কঠিন কাজগুলি করতে সক্ষম।

ডিসপ্লেঃ

আইফোনটিতে একটি ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে রয়েছে। শিল্প শীর্ষস্থানীয় সুরক্ষার জন্য এটিতে রয়েছে টাচ আইডি সিকিউরিটি।

র্যাম ও স্টোরেজঃ

আইফোন এসই ২০২০, ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনল স্টোরেজে পাওয়া যাবে।

র্যাম সম্পর্কে অফিসিয়ালি এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে ফোনটিতে ৩ জিবি র্যাম থাকবে বলে শোনা গেছে।

ক্যামেরাঃ

আইফোনের সর্বকালের সেরা সিঙ্গেল ক্যামেরা সিস্টেম রয়েছে এটিতে। এফ / ১.৮ অ্যাপারচারে ১২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা রয়েছে আইফোন এসই ২০২০ এ। পোর্ট্রেট মোড সহ কমপিউটেশনাল ফটোগ্রাফির আরও বেশি সুবিধা আনলক করতে চিত্র সংকেত প্রসেসর এবং এ ১৩ বায়োনিকের নিউরাল ইঞ্জিন ব্যবহার করে এটি।

ব্যাটারিঃ

ব্যাটারী সম্পর্কে অফিসিয়ালি এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে ফোনটিতে ১৮২১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী থাকবে বলে শোনা গেছে।

অপারেটিং সিস্টেমঃ

ডিভাইস আইওএস ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে।

দামঃ

৩৪,০০০ টাকা থেকে শুরু হবে আইফোন এসই ২০২০ এর দাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।