প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

মিট নাউ এ গ্যালারী ভিউ ফিচার গুগল’র

ভিডিও কনফারেন্সিং অ্যাপ মিট এ গ্যালরী ভিউ ফিচার আনছে গুগল। গুগল এক বিজ্ঞপ্তিতে এই ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করে।

গুগলের জিএম এবং জি স্যুটের ভিপি জাভিয়ার সল্টেরো জানান, ব্যবসা এবং শিক্ষা কেন্দ্রিক ভিডিও কনফারেন্সিং পরিষেবাটিতে জুম এর মতো গ্যালারী ভিউ যুক্ত করার পরিকল্পনা করেছে গুগল এবং জিমেইল থেকে সরাসরি ব্যবহারকারীরা যেনো কল করতে এবং মিটিংয়ে যোগ দিতে পারে সে ব্যপারে কাজ চলছে।

গ্যালারী ভিউ ফিচারে একই সাথে ১৬ জন অংশগ্রহণকারীর লেআউট স্ক্রিনে দেখা যাবে। শক্তিশালী প্রসেসর ও সিপিউ থাকলে একই সাথে ৪৯ জন এর থাম্বনেইলও দেখা সম্ভব হবে এই ফিচার এর মাধ্যমে।

এপ্রিল মাসের শেষের দিকে আরও কিছু ফিচার যোগ করা হবে গুগলের ভিডিও কনফারেন্সিং অ্যাপটিতে। এছাড়া মিট এর প্রিমিয়াম ভার্সনের কিছু ফিচারের ফ্রি ব্যবহারের মেয়াদ জুলাই এর ৩১ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে গুগল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।