গুগল প্লে স্টোর এ শিশু বিভাগ
গুগল প্লে স্টোর এ শিশুদের জন্য নতুন বিভাগ চালু করল গুগল। গুগল তাদের ওয়েবসাইটে এক পোস্ট এর মাধ্যমে প্লে স্টোর এর এই নতুন উদ্যোগ সম্পর্কে জানায়।
শিশুদের জন্য যুক্ত করা নতুন বিভাগ বাচ্চাদের জন্য মানসম্মত অ্যাপ খুজতে পিতামাতা এবং শিক্ষকদের সাহায্য করবে।
শিশুদের জন্য অনেক অ্যাপ্লিকেশন ইতোমধ্যে প্লে স্টোর এ রয়েছে। কিন্তু সেগুলো শিশুদের জন্য মানসম্মত কিনা তা যাচাই করা প্রয়োজন ছিল। এই নতুন শিশু বিভাগে কেবল বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা অ্যাপ্লিকেশনগুলোই দেখাবে গুগল।
শিশু বিভাগের জন্য অ্যাপ্লিকেশনগুলোর মান পরীক্ষা করে উত্তীর্ণ হওয়া অ্যাপ্লিকেশনগুলো “শিক্ষক অনুমোদিত” একটি ব্যাজ পাবেন। এর মাধ্যমে অভিভাবকরা শিশুদের জন্য অ্যাপ্লিকেশনগুলো সহজেই সার্চ করে পেয়ে যাবেন।
এছাড়া এই বিভাগের অ্যাপ্লিকেশনগুলো কেন মানসম্মত এবং কেন বিশেষজ্ঞরা নির্বাচন করেছেন তার কারনও প্রদর্শন করা হবে।
প্রথম পর্যায়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এই নতুন বিভাগটির সুবিধা পাওয়া যাবে। তবে আগামী মাসে এটি অন্যান্য দেশে প্রসারিত হবে।