প্রতিবেদনসর্বশেষ টেক নিউজ

অনলাইন হ্যাকাথন “এ্যাক্ট কোভিড-১৯”

দেশব্যাপী করোনাভাইরাস এর মহামারী মোকাবেলায় “এ্যাক্ট কোভিড-১৯” নামে অনলাইন হ্যাকাথন আয়োজন করছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘কল ফর নেশন’ নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এই প্লাটফর্মেই অনুষ্ঠিত হচ্ছে অনলাইন হ্যাকাথন।

অনলাইন হ্যাকাথনে ৬টি বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। স্যোশিও ইকোনোমিক্যালি ডিজঅ্যাডভানটেজ পিপল, বিজনেস অপারেশন অ্যান্ড প্রোডাকশন, হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, অ্যাকসেস টু ইনফরমেশন, মেন্টাল হেলথ এবং অন্যান্য এই ক্যাটাগরীগুলোতে দেশের তরুণরা উদ্ভাবনীমূলক ধারণা, প্রকল্প, পরিকল্পনা জমা দিতে পারবেন।

তরুণরা একক বা দলগতভাবে হ্যাকাথনে অংশগ্রহণ করতে পারবেন। ২০ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত প্রকল্প উদ্ভাবনীর প্রোটোটাইপসহ জমা দিতে হবে।

নির্বাচিত ১০টি উদ্ভাবনকে আর্থিক সহযোগিতার জন্য সিড ফান্ড, কাঁচামালের জোগান বা জাতীয় পর্যায়ে পরিচিত করার সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিস্তারিত জানতে এবং প্রকল্প জমা দিতে এখানে ক্লিক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।