সর্বশেষ টেক নিউজহার্ডওয়্যার

শাওমি’র ১ম ওয়াইফাই ৬ রাউটার

চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি উন্মোচন করল তাদের ১ম ওয়াইফাই ৬ প্রযুক্তির রাউটার এএক্স ৩৬০০। উইবো এর এক ব্লগ পোষ্টে রাউটারটি উন্মোচন এর খবর পাওয়া যায়।

ওয়াইফাই ৬ প্রযুক্তির এএক্স ৩৬০০ রাউটারটি ২ টি ফুটবল মাঠ জুড়ে সিগনাল কভারেজ দিতে সক্ষম বলে জানায় শাওমি।

চলুন দেখে নেওয়া যাক রাউটারটির বৈশিষ্ট্যসমূহ।

প্রসেসরঃ

কোয়ালকমের ৬৪ বিট ৪ কোর সিপিউ ও ২ কোর নেটওয়ার্ক এক্সিলারেশন ইঞ্জিন রয়েছে রাউটারটিতে। এটিতে আইপিকিউ ৮০৭১ এ এন্টারপ্রাইজ পর্যায়ের প্রপেশনাল চিপ ব্যবহার করা হয়েছে। ডুয়াল কোরের এই চিপটিতে ১.৭ গিগাহার্জ নেটওয়ার্ক এক্সিলারেশন ইঞ্জিন রয়েছে।

রাউটারটিতে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ এর দুইটি ব্যান্ড ব্যাবহার করা হয়েছে। ব্যান্ড দুইটি তাত্ত্বিকভাবে সর্বোচ্চ ২৯৭৬ এমবিপিএস ব্যান্ডউইথ সমর্থন করে।

২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ব্যান্ড দুইটি যথাক্রমে ২ টি ও ৪ টি এক্সটার্নাল অ্যাপ্লিফায়ার ব্যবহার করে।

৫১২ মেগাবাইটের র‍্যামও রয়েছে এটিতে।

অ্যান্টেনাঃ

রাউটারটিতে ৭ টি এক্সটার্নাল অ্যান্টেনা রয়েছে। এর মধ্যে ৬ টি অ্যান্টেনা এক্সটার্নাল সিগনাল অ্যাপ্লিফায়ার হিসেবে কাজ করে। শেষ অ্যান্টেনাটি একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির স্বতন্ত্র অ্যান্টেনা।

মু-মিমো প্রযুক্তিঃ

এটিতে মাল্টিপল উইজার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোন অ্যাপঃ

মিজিয়া অ্যাপ এর সাহায্যে রাউটারটি নিয়ন্ত্রন করা যাবে।

দামঃ

চীনের বাজারে রাউটারটির দাম প্রায় ৭২০০ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।