মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

শাওমি’র রেডমি নোট ৯ আসছে

বাজারে রেডমি নোট ৯ নিয়ে আসছে শাওমি। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করে নি শাওমি। টিনা এর এক পরীক্ষায় শাওমির সাব ব্র্যান্ড রেডমির এই ডিভাইসটি দেখা গিয়েছে।

ডিভাইসটির স্ট্যান্ডার্ড সংস্করন এখনও পাওয়া যায় নি। ভ্যানিলা ভেরিয়েন্ট এর পরিবর্তে রেডমি নোট ৯ প্রো এবং ৯ প্রো ম্যাক্স পাওয়া গেছে।

ইতিমধ্যে ডিভাইসটি টিনা এর বিভিন্ন পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছে। একই সাথে ৩ সি সার্টিফিকেট অর্জন করেছে রেডমি ৯।

চিপসেট সম্পর্কে টিনা এর কোন বিবরন এখনও পাওয়া যায় নি। তবে ডিভাইসটিতে মিডিয়াটেক হেলিও জি ৮০ চিপসেট থাকতে পারে বলে গুজব আছে।

৬.৪৩ আইপিএস এলসিডি পাঞ্চহোল ডিসপ্লে ব্যাবহার করার কথা শোনা গেছে। ডিভাইসের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

ডিভাইসটির পিছনের ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল হবে জানা যায়। অন্যান্য ক্যামেরা সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়নি এখনও।

৩ জিবি / ৩২ জিবি, ৪ জিবি / ৬৪ জিবি এবং ৬ জিবি / ১২৮ জিবি কনফিগারেশনে ডিভাইসটি খুব শীঘ্রই চীনের বাজারে পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।