অপো’র মিড বাজেটের স্মার্টফোন এ ৯২ এস
মিড বাজেটের স্মার্টফোন এ ৯২ এস উন্মোচন এর ঘোষনা দিল অপো। আগামী ২৯ এপ্রিল থেকে চায়নার বাজারে ফোনটি পাওয়া যাবে।
চলুন এর বিবরন দেখে নেই।
চিপসেটঃ
চিপসেট এ ইন্টিগ্রেটেড ৫ জি নেটওয়ার্ক সহ ৬ গিগাহার্জ এর ৭ ন্যানোমিটারে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ প্রসেসর রয়েছে।
ডিসপ্লেঃ
ফোনটিতে ১০৮০ × ২৪০০ মেগাপিক্সেল রেজুলেশনের একটি ৬.৫৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিন অনুপাত ২০:৯। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ।
র্যাম ও স্টোরেজঃ
১২৮ জিবি ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স রর্যাম রয়েছে এই ফোনে।
ক্যামেরাঃ
এই ফোনের রিয়ার ক্যামেরায় সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। এর প্রধান ক্যামেরাটি এফ / ১.৭ অ্যাপারচারে ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে এটিতে।
সামনের ক্যামেরায় সনি আইএমএক্স ৪৭১ সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটি এফ / ২.০ অ্যাপারচারে ১৬ মেগাপিক্সেলের।
ব্যাটারিঃ
১৮ ওয়াটের এর দ্রুত চার্জিং প্রযুক্তির ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে।
অপারেটিং সিস্টেমঃ
ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ এর সাথে কালার ওস ৭.১ অপারেটিং সিস্টেম থাকছে।
দামঃ
চায়নার বাজারে ৩০,০০০ টাকায় পাওয়া যাবে অপো এ ৯২ এস।