মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজহাবিজাবি

অপো ফাইন্ড এক্স ২ লাইট স্পেক ও দাম

আলোচিত স্মার্টফোন অপো ফাইন্ড এক্স ২ এর লাইট সংস্করন উন্মোচন করল অপো। ফোনটি পর্তুগালে অফিসিয়ালি উন্মোচিত হয়। অপোর পর্তুগালের ওয়েবসাইটে এই ফোনটি তালিকাভুক্ত করা হয়েছে।

চলুন এর বিবরন দেখে নেই।

চিপসেটঃ

এসএ/এনএসএ ডুয়াল মোড ৫ জি সংযোগের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

স্থানীয় নেটওয়ার্কের উপর ভিত্তি করে এর স্মার্ট ৫ জি প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ৪ জি / ৫ জি নেটওয়ার্কে পরিবর্তিত হতে পারে। প্রায় ৩০ শতাংশ পাওয়ার কনজাম্পশন কমায় এই ফিচারটি।

ডিসপ্লেঃ

ফোনটিতে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিন অনুপাত ২০:৯। ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্জ।

অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে ফোনটিতে।

র‍্যাম ও স্টোরেজঃ

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৮ জিবি রর্যাম রয়েছে এই ফোনে।

ক্যামেরাঃ

এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। এর প্রধান ক্যামেরাটি এফ / ১.৭ অ্যাপারচারে ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল ও ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেলের মনোক্রোম লেন্স ও ২ মেগাপিক্সেলের রেট্রো স্টাইল পোর্ট্রেট লেন্স রয়েছে এটিতে।

সামনের ক্যামেরাটি এফ / ২.০ অ্যাপারচারে ৩২ মেগাপিক্সেলের।

ব্যাটারিঃ

৪০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে। ভিওসি ৪.০ দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করে ফোনটি। এর সাহায্যে ফোনটি ২০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়।

অপারেটিং সিস্টেমঃ

ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ এর সাথে কালার ওস ৭ অপারেটিং সিস্টেম থাকছে।

দামঃ

ইউরোপের বাজারে ৪৬,০০০ টাকায় পাওয়া যাবে অপো ফাইন্ড এক্স ২ লাইট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।