করোনা শনাক্তে থার্মাল ক্যামেরা ব্যবহার আমাজন’র
আমাজন তদের ওয়্যারহাউসে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তে থার্মাল ক্যামেরা ব্যবহার করছে। কারো শরীরের তাপমাত্রা বেশি বা শরীরে জ্বর থাকলে এই ক্যামেরা দ্বারা তাকে শনাক্ত করা যাবে।
এর আগে আমাজন ফোরহেড থার্মোমিটার ব্যবহার করত। এটি ব্যবহারে সময় বেশি প্রয়োজন হত। থার্মাল ক্যামেরা ফোরহেড থার্মোমিটার এর তুলনায় দ্রুত কাজ করতে পারে।
থার্মাল ক্যামেরাতে যদি কোন শ্রমিক এর তাপমাত্রা বেশি ধড়া পড়ে তবে আরও নির্দিষ্ট তাপমাত্রা গ্রহণের জন্য তাকে ফোরহেড থার্মোমিটার দ্বারা পরীক্ষা করা হবে জানায় আমাজন।
সমাজে গুরুত্বপূর্ন সেবাসমূহ প্রদান অব্যাহত রাখতে কাজ করা তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে আমাজন। ওয়্যারহাউসে করোনাভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কাজের প্রত্যেকটি জায়গাতে প্রতিদিন কর্মীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে বলে জানায় আমাজন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য মুদি দোকানগুলিতেও তাদের গ্রাহকদের তাপমাত্রা পরীক্ষায় গত একমাস ধরে থার্মাল ক্যামেরা ব্যবহার করছে। তবে রোগ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে করোনাভাইরাস শনাক্তে এটিই একমাত্র উপায় নয়।