শাওমি মি ১০ লাইট ৫জি আসছে
উইবোতে মি ১০ লাইট ৫জি এর একটি পোষ্টার প্রকাশ করল শাওমি। সম্প্রতি মি ১০ ৫জি বাজারে আনার ঘোষনা দিয়েছে শাওমি।
পোষ্টারটি থেকে যে বিবরন পাওয়া গেছে চলুন তা জেন নেই।
চিপসেটঃ
মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
ডিসপ্লেঃ
ফোনটিতে একটি ৬.৫৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে ফোনটিতে।
র্যাম ও স্টোরেজঃ
৬৪, ১২৮, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ ও ৮ জিবি র্যাম রয়েছে এই ফোনে।
ক্যামেরাঃ
পোস্টারটিতে দেখা যায় শাওমি মি ১০ লাইট ৫জি তে স্কয়ার রিয়ার কোয়াড ক্যামেরা রয়েছে। ফ্ল্যাশটি ক্যামেরার নিচে অবস্থিত।
এর প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ লেন্স রয়েছে এটিতে।
সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।
ফোনটির বডি ৮ ন্যানোমিটার এবং ওজন ২০০ গ্রাম।
দামঃ
ইউরোপের বাজারে ৩২,০০০ টাকায় পাওয়া যাবে শাওমি মি ১০ লাইট ৫জি।