ভিভো ওয়াই৫০ স্পেক ও দাম
ভিভো ওয়াই৫০ উন্মোচন করল চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আগামী ২৭ এপ্রিল থেকে ভিভো অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য ই-কমার্স সাইটে পাওয়া যাবে।
চলুন ফোনটির বিবরন জেনে নেই।
চিপসেটঃ
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
ডিসপ্লেঃ
ফোনটিতে ২৩৪০ × ১০৮০ রেজুলেশনের একটি ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিন অনুপাত ৯০.৭ শতাংশ।
র্যাম ও স্টোরেজঃ
১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম রয়েছে এই ফোনে। তবে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি ব্যবহার করা যাবে।
ক্যামেরাঃ
এর প্রধান ক্যামেরাটি এফ / ২.২ অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেলের। এছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ লেন্স রয়েছে এটিতে।
৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স ১২০ ডিগ্রি ভিউ সরবরাহ করে। সর্বনিম্ন ৪ সেন্টিমিটার দূরত্ব থেকে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তোলা যায়।
সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।
ব্যাটারিঃ
১৮ ওয়াট ডুয়াল ইঞ্জিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে।
অন্যান্যঃ
স্মার্টফোনটিতে তিন কার্ডের স্লট ডিজাইন রয়েছে। মু-মিমো ফিচারসহ ওয়াইফাই ৮০২.১১ এসি প্রযুক্তিতে ফোনটির সর্বোচ্চ ডাউনলোড গতি ৪০০ এমবিপিএস। এই স্মার্টফোনটিতে নতুন ইন্টার্নাল গেম বক্স ৮.০ রয়েছে যা ৪ ডি গেম শক এবং অন্যান্য ফাংশন সমর্থন করে।
এছাড়া জোভি ভয়েস অ্যাসিস্টান্ট, স্মার্ট স্ক্রিন ও স্মার্ট ডেস্কটপ ফিচার রয়েছে ফোনটিতে।
দামঃ
চীনের বাজারে ২১,০০০ টাকায় পাওয়া যাবে ভিভো ওয়াই৫০।