মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপ এ মিইজু ১৭

মিইজু ১৭ স্মার্টফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপ ব্যবহার করার কথা অফিসিয়ালি জানালো মিইজু। উইবো এর অফিসিয়াল পেইজ থেকে এই তথ্যটি জানানো হয়।

বর্তমানে কোয়ালকমের উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫জি চিপগুলোর মধ্যে অন্যতম হলো স্ন্যাপড্রাগন ৮৬৫। এটিতে নতুন ক্রিয়ো ৫৮৫ আর্কিটেকচার ব্যবহার করার পাশাপাশি ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে উত্পাদন করা হয়। এই চিপটি স্পেকট্রা ৪৮০ আইএসপি, হেক্সাগন ৬৯৮ প্রসেসর এবং একটি সংবেদনশীল হাবে উৎপন্ন হয়।

এর সিপিইউ এর গতি ২.৮৪ গিগাহার্জ পর্যন্ত হতে পারে। গ্রাফিক্স প্রসেসিং এর ক্ষেত্রে চিপটি অ্যাড্রেনো ৬৫০ সমর্থন করে। এই গ্রাফিক চিপটি আগের প্রজন্মের চিপগুলোর তুলনায় সামগ্রিকভাবে ২৫ শতাংশ বেশি কর্মক্ষমতা সম্পন্ন।

মিইজু ১৭ এর অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো জানা গেছে তা হলোঃ-

ডিসপ্লেঃ

ফোনটিতে ৯০ হার্জের ৬.৫ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।

স্টোরেজঃ

ইন্টারনাল স্টোরেজ এর মেমোরি হিসেবে ইউএফএস ৩.১ ফ্লাশ প্রযুক্তি ব্যবহার করা হবে।

ব্যাটারিঃ

এটিতে এলপিডিডিআর ৫  ইউএফএস ৩.০ প্রযুক্তির ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হবে বলে জানা গেছে।

৫জি  প্রযুক্তি সম্পন্ন মিইজুর প্রথম স্মার্টফোন হলো মিইজু ১৭। মিইজু জানায় সক্রিয় ৫জি নেটওয়ার্ক সহ মিজু ১৭ এর ব্যাটারি ব্যাকাপ ১১.৭৭ ঘন্টা স্থায়ী হয়। এছাড়া মিইজু ১৭ দ্রুত ৫জি নেটওয়ার্কে সনাক্ত করতে এবং এর সাথে যুক্ত হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।