রিসাইকেল বিনে জমাকৃত ফাইলগুলো দেখাচ্ছে না ? সমাধান এখানে
অনেক সময় দেখা যায় আমাদের ডিলিটকৃত ফাইগুলো কোন কোন কারনে রিসাইকেল বিনে দেখায় না। দেখলে মনে হয় যে রিসাইকেল বিনে ডিলিট করা ফাইলগুলো আছে কিন্ত রিসাইকেল বিন ওপেন করলে কিছুই নাই।
আবার রিসাইকেল বিনকে রাইট ক্লিক করে ইম্পোটি করা যাচ্ছে শুধু কি ফাইল ডিলিট করেছেন সেটাই দেখা যাচ্ছে না। মুসকিল তাই না , কি ফাইল একবারেই গায়েব করে দিচ্ছি তাই না। নিজের অজান্তে হয়ত কোন গুরুত্বপূর্ন ফাইলও ফেলে দিতে পারি তাই না। ঠিক কি কি কারনে এই সমস্যাটি হয় সেটা এখনো আমার অজানা। গুগলকে জিজ্ঞেস করেও এর উত্তর পাই নি। তবে একটি সমাধান পেয়েছি। হয়ত আপনাদের কাজে লাগতে পারে।
১। Command Prompt এডমিনেস্ট্রেটিভ প্রিভিলাইজ হিসেবে ওপেন করুন।
২। এবার Command Prompt এ গিয়ে টাইপ করুন বা কপি পেষ্ট করুন rd /s /q C:\$Recycle.bin এবং এন্টার(Enter) চাপুন । লক্ষ্য করুন এখানে C drive এর জন্যে লেখা হয়েছে
rd /s /q C:\$Recycle.bin ।
৩। Command Prompt ক্লোজ করুন।
৪। রিফ্রেস করে রিসাইকেল বিনে ঢুকে দেখুন । ঠিক হয়ে যাবার কথা। যদি ঠিক না হয় তাহলে অন্যান্য ড্রাইভ এর জন্য একই কাজ করুন যেমন d ড্রাইভ এর rd /s /q d:\$Recycle.bin কিংবা e ড্রাইভ এর জন্যে
rd /s /q e:\$Recycle.bin
এইভাবে।
৫। রিফ্রেস করে দেখুন । আশা করি এখন আপনার পিসির রিসাইকেল বিনে ডিলিটকৃত ডাটা দেখতে পাবেন।
jana chilo. tarporo valo legeche. go ahead…..
Good post
শুভেচ্ছা ,
ভাল লাগলো , আরো পোস্ট আসা করছি ?
🙂
দারুন কাজের জিনিস
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ
yOO 😉