সর্বশেষ টেক নিউজ

পিক্সেল বাডস ওয়্যারলেস ইয়ারফোন গুগল’র

ওয়্যারলেস ইয়ারফোন পিক্সেল বাডস এর নতুন সংস্করন বাজারে এনেছে গুগল। গত বছরের অক্টোবরে ২য় প্রজন্মের পিক্সেল বাডস এর ঘোষণা করেছিল গুগল।

১ম প্রজন্মের পিক্সেল বাডস নিয়ে ব্যবহারকারীদের মধ্যে নেতিবাচক মনোভাব দেখা গিয়েছিল। ইয়ার বাডস দুইটি একটি তার দ্বারা যুক্ত ছিল। কোনো কারনে এই তার নষ্ট হলে ইয়ার বাডস দুইটির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়।

নতুন পিক্সেল বাডস এ পূর্বের পিক্সেল বাডস এর এই সমস্যা দূর করা হয়েছে। নতুন পিক্সেল বাডস এর প্রত্যেকটি আলাদাভাবে ব্যবহার করা যাবে।

টানা ৫ ঘণ্টা গান শোনা যাবে নতুন পিক্সেল বাডস এর সম্পূর্ণ চার্জ দিয়ে। এটি দিয়ে ২.৫ ঘণ্টা পর্যন্ত ফোন কলে কথা বলা যাবে। ১০ মিনিটের দ্রুত চার্জে ২ ঘন্টা পর্যন্ত শোনার সুবিধা পাওয়া যাবে। ১ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হবে পিক্সেল বাডস।

টাচ সেন্সর রয়েছে পিক্সেল বাডসটিতে। ইয়ার বাডস এ টাচ করেই গান পরিবর্তন, ফোন কল রিসিভ, ভলিউম বাড়ানো কমানো যাবে।

ডিভাইসটি পানি ও ঘাম প্রতিরোধী। আপাতত শুধু সাদা রঙেই এটি পাওয়া যাবে। পরবর্তীতে কমলা, হালকা সবুজ ও কাল রঙেও বাজারে আসবে, জানিয়েছে গুগল।

নতুন এই পিক্সেল বাডস এর মূল্য ১৫,২০০ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।