২৫০ মেগাপিক্সেল ক্যামেরায় স্যামসাং
২৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে কাজ করছে স্যামসাং। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন মাধ্যম হতে জানা যায় এ তথ্যটি।
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ডিভাইসের ক্যামেরায় উচ্চ মেগাপিক্সেল এবং ডিসপ্লেতে উচ্চ রিফ্রেশ রেট দেওয়ার প্রতিযোগীতা করছে। এর অংশ হিসেবে ২০১৯ সালের শেষার্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের স্মার্টফোনগুলোতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করতে দেখা গেছে। সম্প্রতি তথ্য পাওয়া গেছে স্যামসাং একটি ২৫০ মেগাপিক্সেল ক্যামেরা ইমেজ সেন্সর তৈরি করছে।
বর্তমান ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সরের আকার ১/১.৭২ ইঞ্চি এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সরের আকার ১/১.৩৩ ইঞ্চি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ২৫০ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সরটির আকার ১ ইঞ্চি বা এরও বড় হতে পারে।
এছাড়া, ইতোমধ্যে ১৫০ মেগাপিক্সেল সেন্সরটির গবেষণা ও উন্নয়ন সম্পন্ন করেছে স্যামসাং। এই বছরের দ্বিতীয়ার্ধে ডিভাইসগুলিতে এটি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। শাওমির নতুন স্মার্টফোন দিয়ে ১৫০ মেগাপিক্সেল সেন্সর বাজারে আসবে বলে জানা গেছে।