করোনায় কোয়ালকম শিপমেন্ট হ্রাস
বিশ্বব্যাপি স্মার্টফোন শিপমেন্ট ৩০ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। করোনা ভাইরাস এর মহামারীর প্রভাবে এই বছরের পরবর্তী কোয়ার্টারে স্মার্টফোন শিপমেন্ট কমে যাবে বলছে প্রতিষ্ঠানটি।
কোয়ালকমের স্মার্টফোনের চাহিদা গত কোয়ার্টার এ কমেছে প্রায় ২১ শতাংশ। চাহিদা কমে গেলেও ২য় কোয়ার্টার এ প্রত্যাশিত রাজস্বের বেশি অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। ২য় কোয়ার্টার এ প্রত্যাশিত রাজস্ব ছিল ৪২৫.৬৬ বিলিয়ন টাকা। এর বিপরীতে অর্জন হয়েছে ৪৪০.৯২ বিলিয়ন টাকা।
করোনাভাইরাস এর বিস্তার রোধে বিশ্বজুড়ে ব্যবসায়ী ও ভোক্তাগন লকডাউন অবস্থায় রয়েছে। ফলে কোয়ালকম পণ্য ব্যবহার করে এমন গ্রাহক চাহিদা কমায় রিটেইলার দ্বারা নতুন স্মার্টফোন বিক্রি কমেছে। বিশ্বব্যাপী ওয়্যারলেস পন্যের সাপ্লাই চেইন, বিতরণ নেটওয়ার্ক পূর্বের মত কাজ করতে পারছে না। শিপমেন্ট কমার ক্ষেত্রে এসব বিষয়ের উপর আলোকপাত করছে কোয়ালকম।
নতুন স্মার্টফোনের চাহিদা হ্রাস পেলেও এই বছর আনুমানিক ১৭৫ মিলিয়ন এবং ২২৫ মিলিয়ন ৫ জি স্মার্টফোন শিপমেন্ট এর চিন্তা করছে কোয়ালকম।