রেডমি নোট ৯ উন্মোচিত
অনেক কল্পনা ও তথ্য ফাঁস এর পর চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি উন্মোচন করল রেডমি নোট ৯। গ্লোবাল নোট ৯ সিরিজ এ রয়েছে রেডমি নোট ৯, নোট ৯এস এবং নোট ৯প্রো।
চলুন ফোনটির বিবরন জেনে নেই।
চিপসেটঃ
মালি জি৫২ যুক্ত ১২ ন্যানোমিটার মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
ডিসপ্লেঃ
ফোনটিতে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল আইপিএস ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোলটি উপরের বাম কর্নারে অবস্থিত।
র্যাম ও স্টোরেজঃ
৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৩ জিবি ও ৮ জিবি র্যাম রয়েছে এই ফোনে।
ক্যামেরাঃ
এর প্রধান ক্যামেরাটি স্যামসাং জিএম১ সেন্সরের ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে এটিতে।
সামনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের।
ব্যাটারিঃ
১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে।
অপারেটিং সিস্টেমঃ
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ এবং মিইউআই ১১ ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে মিইউআই ১২ তে আপডেট করা যাবে।
অন্যান্যঃ
স্মার্টফোনটিতে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইনফ্রারেড ব্লাস্টার ও এনএফসি রয়েছে।
দামঃ
৩ জিবি/৬৪ জিবি রেডমি নোট ৯ এর দাম ১৭,০০০ টাকা। ৪ জিবি/১২৮ জিবি রেডমি নোট ৯ এর দাম ২১,৩০০ টাকা।