মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

‘হেয়ার উই গো’ ম্যাপিং অ্যাপ হুয়াওয়ে’র

অ্যাপ গ্যালারীতে ‘হেয়ার উই গো’ নামে ম্যাপিং অ্যাপ যুক্ত করল শীর্ষস্থানীয় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এর মাধ্যমে ব্যবহারকারীদের নেভিগেশন সেবা আরও সহজ হবে।

গুগল প্লেস্টোর এর বিকল্প হিসেবে হুয়াওয়ে তাদের গ্রাহকদের জন্য একটি অ্যাপ গ্যালারী তৈরি করে। এই অ্যাপ গ্যালারীতে গুগল অ্যাপ্লিকেশনগুলোর বিকল্প অ্যাপগুলো পাবে হুয়াওয়ের ব্যবহারকারীরা।

এর অংশ হিসেবে ব্যবহারকারীদের জন্য বিশ্বের সেরা ম্যাপিং টুল গুগল ম্যাপের বিকল্প ম্যাপিং সেবা এনেছে হুয়াওয়ে। এই অ্যাপটির নাম ‘হেয়ার উই গো’। এই নেভিগেশন অ্যাপটি হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে আপলোড করা হয়েছে। হুয়াওয়ে ব্যবহারকারীরা সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন।

অ্যাপ্লিকেশনটিতে হাঁটা, পাবলিক ট্রান্সপোর্ট, বাইক ইত্যাদি ক্ষেত্রে ম্যাপ দেখা যাবে। এছাড়া সঠিক রাস্তায় ড্রাইভিং এর জন্য টার্ন বাই টার্ন দিকনির্দেশনা থাকবে এটিতে। এটি ১০০ টিরও বেশি দেশের ১৩০০ টি শহরে কাজ করবে।

ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইনে ব্যবহার করা যাবে এ ম্যাপটি, জানিয়েছে হুয়াওয়ে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।